আবারো বিতর্কিত বার্ষিক ডলফিন শিকার শুরু করেছে জাপান।
দেশটির উপকূলীয় শহর তাইজিতে রোববার ডলফিন শিকারে নামেন জেলেরা। বার্ষিক এই শিকারে অধিকাংশ ডলফিনকে হত্যা করা হয় মাংস সংগ্রহের জন্য । বাকি গুলো অ্যাকুরিয়াম ও বিভিন্ন মেরিন পার্কের কাছে বিক্রি করে দেয়া হয়। গেল কয়েক দশক ধরে জাপানিরা ডলফিন শিকার চালিয়ে আসলেও ২০০৯ সালে অস্কার বিজয়ী দ্য কোভ নামের তথ্যচিত্রের মাধ্যমে তা বৃহৎ পরিসরে জানতে পারে বিশ্ব।
পরিবেশবিদরা ডলফিন শিকারের সমালোচনা করলেও জেলেদের দাবি এই ব্যবসার ওপরই নির্ভর করে তাদের জীবিকা। এর আগে আন্তর্জাতিক বিশ্বের সমালোচনার জেরে তিমি ধরা বন্ধ করার পর চলতি বছর আবারো তা শুরু করে জাপান।