শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাস্থ ১নং কুলিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্র্ধান শিক্ষক সৈয়দ মোঃ জাকারি ব্যতিক্রম ভাবে প্রচারনা চালিয়ে বলেন, আপনার সন্তানটি হউক আমাদের গর্ব, সমজ ও দেশবাসীর অহংকার, আপনার সন্তানকে কুলিয়ারচর কালনি নদী বিধৌত আলহাজ্ব জিল্লুর রহমান সেতুর পশ্চিমাংশে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করুন।
এ বিদ্যালয়ে রয়েছে সু-সজ্জিত ফুল ও সবজি বাগান, মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু বুক কর্ণার, শহীদ মিনার, প্রাক-প্রাথমিক শ্রেণি, পৃথক প্রধান শিক্ষক কক্ষ ও সহকারী শিক্ষক মিলনায়তন, অভিভাবকদের বিশ্রামাগার, সততা স্টোর, সম্মেলন কক্ষ, একটি কাবডেন, ১০টি শ্রেণিকক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, কিশোর কিশোরী ক্লাব, প্রার্থনা কক্ষ ও ২টি ওয়াশব্লক। বিগত ৩ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল অনুযায়ী ২০১৬ সালে ৮টি ট্যালেন্টপুল ও ৫টি সাধারণ গ্রেডে বৃত্তি, ২০১৭ সালে ৪টি ট্যালেন্টপুল ও ৫টি সাধারণ গ্রেডে বৃত্তি এবং ২০১৮ সালে ৮টি ট্যালেন্টপুল ও ৩টি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ।
এছাড়া শিক্ষার্থীদের নেতৃত্বে চলে দৈনিক সমাবেশ, কাব সমাবেশ, স্টুডেন্ট কাউন্সিল, পরিচ্ছন্নতা অভিযান, বাগান পরিচর্যা, প্রতিটি শিক্ষার্থীর উচ্চতা ও ওজন মাপা, দৃষ্টি শক্তি পরীক্ষা করা, ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে ক্রিমির ট্যাবলেট খাওয়ানো, মৌসুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্ট, বই বিতরণ উৎসব, বাংলা বর্ষ বরণ উৎসব, সবকটি জাতীয় দিবস উদযাপন ও প্রতিযোগিতায় অংশগ্রহণ, ৩টি সাময়িক ও ২ টি মডেল টেস্ট পরীক্ষা ছাড়াও অধ্যায় ভিত্তিক পরীক্ষা এবং পাক্ষিক পরীক্ষায় অংশগ্রহণ।
এছাড়াও শিক্ষার্থীদেরকে সম্পুর্ন নতুন আঙ্গীকে সৃজনশীল মনোভাব গঠণের লক্ষে অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করার ব্যবস্থা করা হয়। যেমন দেয়ালিকা তৈরি, বিতর্ক প্রতিযোগিতা, এসো মুক্তিযুদ্ধের ইতিহাস জানি, এসো বঙ্গবন্ধুকে জানি, এসো নিজের ভুল খোঁজে বের করি ইত্যাদি।
সুদক্ষ ও অভিজ্ঞতায় পূর্ণ শিক্ষকমণ্ডলী ও এসএমসি দ্বারা পরিচালিত হচ্ছে এ বিদ্যালয়টি।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমাদের ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ প্রস্তুত। আজই আপনার শিশুকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করার জন্য নিয়ে আসুন।