শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দৈনিক আজকের সারাদিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি ও ফারজানা ফ্যাশন গার্মেন্টস এর সত্বাধিকারী ফারজানা আক্তারের দুটি মোবাইল চুরি হওয়ার পর মোবাইল চোর ধরতে পুরস্কার ঘোষণা করলেন তিনি।
রোববার (৯ ফেব্রিয়ারি) তার ব্যক্তিগত ফেইজবুক আইডি থেকে একটি লিখা পোষ্ট করে পুরস্কারের ঘোষণা দেন।
তার ফেইজবুক আইডিতে লিখা ও বেশ কয়েকটি ছবি পোষ্ট দিয়ে উল্লেখ করেন,
” আকাশি কালার শার্ট পড়া কালো ছেলেটি বিখ্যাত মোবাইল চোর। একাধারে ফারজানার দুইটা মোবাইল চুরি করছে এই চোর এবং কুলিয়ারচর বাজার থেকে আরো বেশ কিছু মোবাইল চুরি করেছে সে। গত ৩০ জানুয়ারি কুলিয়ারচর বাজারস্থ ফারজানা ফ্যাশন গার্মেন্টস দোকান থেকে ফারজানার একটি
OPPO সেট চুরি করেছে এই চোর। সাংবাদিক হওয়ায় ফারজানার মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। মার্কেটে লাগানো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে নেয়া এই ছবি। ছবি দেখে যে ব্যক্তি এই চোরের নাম ঠিকানা ও সন্ধান দিতে পারবে থাকে পুরষ্কৃত করা হবে বলে উল্লেখ করেন।
এছাড়া চোরের ছবি ও ভিডিওটি শেয়ার করার জন্য সকলের কাছে অনুরোধ করেন তিনি।