দেশের কবিতা
সাগর আহম্মেদ (হারিছ ভূঁইয়া)
রক্ত দিয়ে নাম লিখেছি,
সোনার বাংলাদেশ।
আমার প্রাণের বাংলাদেশ।
বিশ্বের সেরা সুন্দর তুমি,
যেন আমার জন্ম ভূমি,
চার দিকেতে গিরে আছে,
সবুজ শ্যামল ঘাস।
আমার সোনার বাংলাদেশ।
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণের ভাষা,
জন্ম আমার ধন্য হলো,
জন্মেছি এই দেশে,
আমার সোনার বাংলাদেশ।
মাতৃ গর্ভে যখন থাকি,
বাংলা আমি নাহি দেখি,
ভূমিষ্ট হইয়া দেখি,
সোনার বাংলাদেশ।
আমার প্রাণের বাংলাদেশ।
দেশ রত্ন শেখ হাসিনা,
এই কথাটি সবার জানা।
উন্নয়নের জোয়ার বয়েছে,
সোনার বাংলাদেশ।
আমার প্রাণের বাংলাদেশ।
ইউপি সদস্য হইয়া,
কবিতা লিখলেন হারিছ ভূঁইয়া।
সারা বিশ্বে নাম হয়েছে,
বঙ্গবন্ধুর দেশ।
আমার প্রাণের বাংলাদেশ।