বালাগঞ্জের বুয়েট শিক্ষার্থী দীপিকা রাণী নাথ সংবর্ধিত।

বাংলাদেশ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দম্পতি, বালাগঞ্জ সদরের প্রসন্নপুরের বাসিন্দা ভৈরব নাথ ও সুপর্না রাণী নাথের কন্যা, বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বুয়েটে অধ্যয়নরত মেধাবী ছাত্রী দীপিকা রাণী নাথকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধান প্রদান করা হয়। বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মাখন মিয়া।

বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার ও আলী আমজদ ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. আব্দুল বাতেন, উপজেলা প্রশিক্ষণ একাডেমীর সুপারভাইজার আফরোজা আতিক, সংবর্ধিত শিক্ষার্থী দীপিকা রাণী নাথ, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালযের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক তুলসী দাস, নূরুল আমিন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রতাপ চক্রবর্ত্তী, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, হুসাইন আহমদ, শামীম আহমদ, আব্দুস শহীদ, মো. কাজল মিয়া, এসএ রায়হান প্রমুখ। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী দীপিকা রাণী নাথের পিতা ভৈরব দেবনাথ ও মা সুপর্না রাণী দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংবর্ধিত দীপিকা রাণী নাথকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য : বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দীপিকা রাণী নাথ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ, চয়েট, বুয়েট, খুয়েট, শাবিতে অধ্যয়নের সুযোগ লাভ করে। পরবর্তীতে সে বুয়েটে ভর্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.