শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
সম্পত্তি লিখে না দেওয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক পাষন্ড পুত্রের নির্মম অত্যচারে ও ভয়ে ৮৫ বছরের বৃদ্ধা মা বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ডুমরাকান্দা দড়িগাঁও গ্রামের মৃত মকবুল হোসেনের ছোট ছেলে মোঃ স্বপন মিয়া (৫০) অভিযোগ করে বলেন, তার বড় ভাই আলম (৫৫) কে মায়ের বসত বাড়ীসহ সম্পত্তি লিখে না দেওয়ার কারনে আলম তার ৮৫ বছরের বৃদ্ধা মা জুবেদা খাতুনকে নির্মমভাবে মারধোর সহ মানুষিক নির্যাতন করে আসছে। বড় ছেলের নির্মম নির্যাতনের ভয়ে বৃদ্ধা মা বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আলম প্রায়ই তার বৃদ্ধা মাকে মারধোর করে আসছে। একদিন জনসম্মূখে তার মাকে বিবস্ত্র করে মারধোর করে। এলাকায় আলমের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।