নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাজা ও চাকু সহ মাদক ব্যবসায়ী রিফাত আটক।

Uncategories

 

দৈনিক আজকের মেঘনা “” সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ার নগর এলাকা থেকে গাজা ও চাকু সহ রিফাত (২৩) নামে এক যুবককে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ । সোনারগাঁ থানার এ এস আই নাঈমুর রহমান বুধবার ২টার দিকে পিয়ার নগর থেকে তাকে আটক করে । আটক রিফাত মোগরাপাড়া ইউনিয়নের খুলিয়াপাড়া গ্রামের মান্নান মিয়ার ছেলে । এ ব্যাপারে মুঠোফোনে এ এস আই নাঈমুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আটককৃত রিফাত একজন বখাটে ও মাদক কারবারি । এলাকাবাসী জানায় একই এলাকার মাদক ব্যাবসায়ী বুইট্টা কালামের মাদক সিন্ডিকেটের সদস্য রিফাত হেটে হেটে খুচরায় বিক্রি করে মাদকদ্রব্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.