জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চুয়াডাঙ্গায় এশিয়ান টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ

এস এম সোনা মিয়া, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাত বছরে প্রাদার্পণ করেছে  বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টিভি। শনিবার সকালে কেক কেটে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেনসহ চুয়াডাঙ্গার বিভিন্ন সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।গতকাল শনিবার সকাল ১১টার দিকে  জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল “এশিয়ান টেলিভিশন”র ৭ম বর্ষপূর্তি শেষে অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জমকালো আয়োজনের মধ্যদিয়ে চ্যনেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।এশিয়ান টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জনাব আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সূ্যোগ্য জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম, ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব জাহেদ আলী আনসারী,চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক জনাব খালেকুজ্জামান পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কলিমুল্লাহ, চুয়াডাঙ্গার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শিব্বির আহমেদ,

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান কচি,বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি প্রবীণ সাংবাদিক জনাব আজাদ মালিথা,চুয়াডাঙ্গা আদর্শ মহিলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মাহমুদ কবির তপন প্রমুখ। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ্ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অতিথিরা অনুষ্ঠানে কেক কাটেন। শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্নিল অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন এশিয়ান টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আজাদ হোসেন ও চুয়াডাঙ্গা সদর প্রতিনিধি হাসেম রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.