প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে চট্টগ্রাম অক্সিজেন রেল লাইন এলাকায় ১৮ই জানুয়ারি শনিবার, শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। আশেক উল ইসলাম তিতান ও সাজ্জাদ হোসাইন সিয়ামের নেতৃত্বে এবং সানজিদা নাসরিন ও ক্লিন্টনের সমন্বয়ে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইচ্ছার উপদেষ্টা ও পৃষ্ঠপোষক লায়ন নবাব হোসেন মুন্না। শীতবস্ত্র বিতরণ এই কর্মসূচী অত্র সংগঠনের ১০৭ তম কর্মসূচী বলে জানান ইচ্ছার যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর ও ওয়াহিদ মুরাদ। মহতি এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়, সাধারন সম্পাদক জসিম উদ্দীন, সম্পাদক মন্ডলির সদস্য পিন্টু বড়ুয়া, নুর হোসেন রাজু, সারজাত উল্লাহ মুনির, এইচ কে রিদয়, তৌহিদুল ইসলাম রিয়াদ, শ্রুতি দে, বিউটি আকতার, মিজানুর রহমান মানিক, মাহমুদুল হাসান, জুয়েল মহাজন, জয় দাশ, তাজুল, হামিদা বেগম, রুবেল, ইকবাল হাসান, বাবু প্রমুখ।