শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬৭৫ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে পৌর শহরের ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ। এ সময় ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো: জাকারিয়া সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলহাজ্ব ইয়াছির মিয়া কুলিয়ারচরের সকল প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডারদের ইউনিফর্ম প্রদান এবং মুজিব বর্ষ জাঁকজমকপূর্ণ ভাবে পালনের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ স্কাউটস কুলিয়ারচর উপজেলা শাখা এবং ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।