নিজস্ব প্রতিবেদক শহীদুজ্জামান রনিঃ
গতকাল রাতে, কুমিল্লার মেঘনা উপজেলা, মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের, সামনের গ্রিল কেটে ভিতরে ঢুকে পড়ে, দরজার লক ভেঙ্গে শিক্ষক মিলনায়তন কক্ষের ভিতরে যায়, এবং দুইটা আলমারিতে থাকা, জিনিসপত্র কিছু টাকা সহ নিয়ে যায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সহকারি প্রধান শিক্ষক দয়াল চান্দ্র রায় বলেন, আমার আলমারি থেকে কিছু নথিপত্র, এবং অনুমানিক ৩৮ হাজার টাকা নিয়ে গেছে,। পরে স্কুলের দায়িত্বে থাকা আবুল হাসনাত জুয়েলের, সাথে কথা বললে তিনি বলেন, আমার আলমারি থেকেও প্রায় ১০-১২ হাজার টাকার মতো নিয়ে গেছে, আর কিছু নথিপত্র নিয়ে গেছে,।
ঘটনাটি সকাল ৬ ঘটিকার সময় প্রথম দেখেন, স্কুলের দায়িত্বে থাকা আবুল হাসনাত জুয়েল, পরে উনি স্কুলের অধ্যক্ষ আব্দুর রউফ সাহেবকে জানান, আব্দুর রউফ সাহেব সহকারি প্রধান শিক্ষক দয়াল চন্দ্র রায় কে, ফোন দিয়ে ঘটনাটি জানান,
এমন ঘটনা শুনে স্কুল পরিদর্শনে যান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মিলন সরকার,।
এসময় উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন মোল্লা, মোহাম্মদ কাওছার আহমেদ, রাকিব, সহ আরো অনেকেই।