
লিটন সরকার বাদল,
“জীবে দয়া করে যেজন,
সেজন সেবিচে ঈশ্বর ”
১৮ ডিসেম্বর ১৯ ইং বুধবার বিকালে দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহ আলম চৌধুরীর ছোট মেয়ে তাসলিমা চৌধুরী সিমিনের পক্ষ থেকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝ কয়েক শতাধিক চাদর বিতরণ করা হয়।
তাসলিমা চৌধুরী সিমিন বলেন, আমি দাউদকান্দির প্রতিটি মানুষের মুখে আমার বাবার মুখটা অনুভব করি, আমার বাবা মরহুম শাহ আলম চৌধুরী দাউদকান্দি পৌর বাসীর জন্য সবসময় কাজ করে গেছেন।
বাবার সন্তান হিসেবে আমার দায়িত্ব, দাউদকান্দি পৌরবাসী প্রতিটি মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ানো, আমি চেষ্টা করছি পৌরবাসীর সুখেদুঃখে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য।
সবাই আমার মরহুম বাবার জন্য দোয়া করবেন। আমি যেন বাবার আদর্শে আপনাদের সেবা করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, তাসলিমা চৌধুরী সিমিনের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোহাম্মদ জাহিদ হোসেন, মরহুম শাহজাহান চৌধুরীর বড় ছেলে রোমান রাজীব চৌধুরী,
দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের নেতা মোঃ কবির হোসেন, তরুণ উদীয়মান নেতা মোহাম্মদ শাহেদ হোসাইন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কানাই কর্মকারসহ আরো অনেকে।