মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে মুজিব বর্ষ-২০২০ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা (বালক ও বালিকা) উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বেলা ২টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাবাডি প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
কাবাডি প্রতিযোগীতায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাউসার আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান বিপিএম পিপিএম (বার), বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবং কুলিয়ারচর গ্রুপের এমডি ইমতিয়াজ বিন মুছা জিসান ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দিন আহমেদ ও কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাশেমী রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
কাবাডি প্রতিযোগিতা পৃষ্ঠপোষকতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবং কুলিয়ারচর গ্রুপের এমডি ইমতিয়াজ বিন মুছা জিসান।
কাবাডি প্রতিযোগিতায় উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় ও আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র (বালক) এবং মুছা মিয়া উচ্চ বিদ্যালয় ও বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী (বালিকা) দল অংশগ্রহণ করে। খেলায় আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের বালক দল ও মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের বালিকা দল বিজয় লাভ করে। এ প্রতিযোগিতাটি ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।