গোপালগঞ্জ কর্মরত সাংবাদিকদর সাথ বাংলাদশ প্রস কাউন্সিলর মত বিনিময়।

বাংলাদেশ

 

দুলাল বিশ্বাস , গোপালগঞ্জঃ
গাপালগঞ্জ কর্মরত সাংবাদিকদর সাথ বাংলাদশ প্রস কাউন্সিলর আইন ও আচরণবিধি সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ছ। শুক্রবার সন্ধ্যায় জলা প্রশাসকর কার্যালয়র সম্মলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন বাংলাদশ প্রস কাউন্সিল (পিআইবি) চয়ারম্যান বিচারপতি মাহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ।
জলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপত্বিত বক্তব্য রাখন প্রস কাউন্সিলর সদস্য ইকবাল সাবহান চধূরী, সয়দ ইশতিয়াক রজা, নুর জানাত আক্তার সীমা, প্রস কাউন্সিলর সচিব মাঃ শাহ আলম।
বাংলাদশ প্রস কাউন্সিল আয়াজিত ও জলা প্রশাসনর সহযাগিতায় এ মতবিনিময় সভায় বক্তারা বলন, সাংবাদিকতা পশা একটি ঝুকিপর্ণ পশা। এজন্যই সাংবাদিকদরক আলাদা সম্মান জানানা হয়। সাংবাদিকরা কারা কাছ দায়বদ্ধ থাক না। তারা জনগণর কাছ এবং নিজর বিবকর কাছ দায়বদ্ধ থাক।
বাংলাদশ প্রস কাউন্সিলর চয়ারম্যান বিচারপতি মাহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ বলন, সাংবাদিকরা নানা প্রতিকুলতার মধ্যই কাজ কর পশাগত দায়িত্ব পালন কর থাকন। নিজদর পশাগত দক্ষতা উনয়নর পাশাপাশি দশর উনয়ন ভূমিকা রাখন। এ জন্যই এ মহান পশাক সমাজর দর্পন আখ্যায়িত করা হয়। এসময় সকলক ঐক্যবদ্ধভাক কাজ করত আহান জানান তিনি।
এর আগ তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানর সমাধিত ১৯ তম কাউন্সিলর সম্মানিত সদস্যদর নিয় শ্রদ্ধা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.