জাগ্রত জনতা
সাঈদা নাঈম :
অবরুদ্ধ চারদিকে
কচুরীপানার সাথে
মৃত মানুষের শরীর।
কতিপয় শকুন প্রমাণ দেয় এর অস্তিত্বের।
মাংসের লোভে চিৎকার করে আপ্রাণ।
ক্ষুধার্ত কুকুরগুলোর চোখ হয় বড় বড়
নদীর তীরের মৃতদেহ আজ খাবার হলো।
গভীর আর্তনাদে চারপাশ উন্মাদিত
আকাশে বাতাসে পঁচা রক্ত আর মাংসের গন্ধ।
নিষ্ঠুর আঘাত হেনেছিল সেইদিন
নির্ভীক ভাবে ঝাঁপিয়ে পড়েছিল
নারী পুরুষ যুবা বৃদ্ধ সহ অনেক প্রেমিক
দেশমাতার সাথেই তাদের প্রেম
নির্মম দাসত্ব থেকে মুক্তি পাওয়ার আশায়
জল্লাদবাহিনীর মুখোমুখি হবে সবাই।
ছিলনা দ্বিধা ছিলনা শংকা
হৃদয়ে বেজেছিল শুধু বিজয়ের টংকা।
প্রান্তরের ঘাসে শুয়েছিল অনেক দেহ
লাল ঘাস হয়েছিল সবুজ যেন।
হিংস্র শকুন ডানা মেলে বসেছিল তাতে
ধারালো নখে ছিন্নভিন্ন করবে আজ
মাটির এই সুন্দর দেহ।
চৈতন্যের সকল শিখায় যে প্রার্থনা ছিল
অনেক ত্যাগের পরে এ দেশ স্বাধীন হলো।
সংগ্রহে –
মুহাম্মদ কাইসার হামিদ
বিশেষ প্রতিবেদক