মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কুমিল্লা বাংলাদেশ

মোঃ রাসেল মিয়া,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় নবীপুর মেরিট কেয়ার ইন্টারন্যাশনাল কেজি স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুশুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, পপি লাইব্রেরির জেনারেল ম্যানেজার মোঃ আল আমিন।
মেরিট কেয়ার ইন্টারন্যাশনাল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ইকরা এমআই একাডেমির অধ্যক্ষ ও কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজের প্রভাষক ড. মনিরুজ্জামান, নিবরাস কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মাঃ রহমত উল্লাহ আল-ফয়সাল, ভরসা আদর্শ একাডেমির সদস্য কবির হোসেন, দারোরা কবি নজরুল একাডেমির অধ্যক্ষ কবির হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোস্তাফিজ একাডেমির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, চাইল্ড হেভেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মনিরুজ্জামান, কোম্পানীগঞ্জ শিশু বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মিনুয়ারা বেগম ও অন্যান্য কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, আল আমিন, আজাদ, ফারুক হোসেন, আনিসুর রহমান, রফিকুল ইসলাম, স্বপন কুমার সাহা, জামাল হোসেনসহ অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.