শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার অনন্ত মনোহরপুর (রায়ান) গ্রামের মৃত: সাফি উদ্দিন খানের পুত্র প্রতিবন্ধী মোঃ টেনাই খান ওরুফে জহিরুল ইসলাম (৬০) কে প্রায় ২০ মাস ধরে খুঁজে বেড়াচ্ছে তার বড় ভাই মোঃ মানিকুজ্জামান খান।
নিখোঁজ প্রতিবন্ধীর বড় ভাই মোঃ মানিকুজ্জামান খান জানান, গত ২০১৮ সালের ২০ মার্চ তার ছোট ভাই প্রতিবন্ধী মোঃ টেনাই খান ওরুফে জহিরুল ইসলাম বাড়ী থেকে বেড় হয়ে কোথায় যেন হারিয়ে যায়। বহু জায়গায় খোঁজা খুঁজি করে কোথাও তাকে পাওয়া যাচ্ছেনা। তিনি আরো বলেন, টেনাই খান প্রতিবন্ধী হওয়ার সে কানে শুনেনা ও কথা বলতে পারেনা। তার গায়ের রং কালো। মুখে চাপ দাড়ী আছে। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। তার ডান পায়ের কেনু আঙ্গুল কাটা। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি টেনাই খানের সন্ধান পান তাহলে ০১৭০৬ – ৩৬৫৯৭৪ ও ০১৯৮৯৮৬১৮৭৪ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।