দৈনিক আজকের মেঘনা স্টাফ রিপোর্টারঃ
১৭ নভেম্বর ১৯ ইং রবিবার বিকালে, কুমিল্লার মেঘনা উপজেলা মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সিআইপি সেলিনা ইসলাম , মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম,সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার। মেঘনা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল বাকী শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু, মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাজী দেলোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মজিবুর রহমান মজিব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হালিমা আক্তারসহ আরো অনেকে।
মেঘনা উপজেলার ৮ টি ইউনিয়ন যুবলীগের সভাপতি / সাধারণ সম্পাদকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের আনন্দ উল্লাসে শতস্ফুর্তভাবে অংশগ্রহণে যুবমহা মিলন মেলায় পরিনত হয় যুব সমাবেশ । পরে এক আনন্দঘন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।