টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা ।

বাংলাদেশ

দুলাল বিশ্বাস,গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস।

শনিবার বেলা সাড়ে ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় পবিত্র সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, টুঙ্গিপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.