দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকাল ৫ টায় সংগঠনের সভাপতি ডাঃ শাহিদুর রহমান বাবু ও মহা-সচিব ডাঃ নুরুল আমিনের নেতৃত্বে তারা টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি ডাঃ জিল্লুর রহমান, ডাঃ ইউসুফ আলী,ডাঃ বিশ্বাস স্বপন কুমার, সাংগঠনিক সম্পাদক ডাঃ হাফিজ সরোয়ার, ডাঃ রমেন্দ্রনাথ হালদার, ডাঃ রেবা রায়, ডাঃ মাহবুবুর রহমান,ডাঃ মোহাম্মদ আলী, ডাঃ সোবাইদ আহম্মেদ, ডাঃ জাহাঙ্গির আলম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।