সবার সহযোগিতায় সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করা গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বলেছেন, সুন্দরবন রক্ষাকবচ হিসেবে কাজ করেছে।
রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগাম ব্যবস্থা নেয়ায় বড় কোনো বিপর্যয় ঘটেনি।
ইতিহাসের সবচেয়ে বেশি মানুষকে আমরা আশ্রয় কেন্দ্রে নিতে সক্ষম হয়েছি। মোট ২১ লাখ ৬ হাজার ৯১৮ জনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছিল।
ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সফল। হতাহতের খবর তেমন একটা নেই। ২ জন নিহত ও আহত হয়েছেন ৩০ জন।