মো: রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর কবি নজরুল মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করেন কবি নজরুল নার্গিস কিন্ডার গার্ডেন এসোসিয়েশন।
কবি নজরুল মেমোরিয়াল একাডেমির চেয়ারম্যান আবদুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল মজিদ।
কবি নজরুল মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ আবুল হাসান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক আবদুল মজিদের সহধর্মিনী ও হোমনা উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, শ্রীকাইল ডিগ্রি কলেজের সাবেক বাংলা অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, মোঃ সেলিমগীর, বাঙ্গরা উমালোচন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনুর আলম খাঁন, বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, পপি পাবলিকেশনের জিএম আল আমিন, কবি নজরুল নার্গিস কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মহাসচিব ফরহাদ হোসেন, সভাপতি আবিদ হোসেন অবিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেরিট কেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম, ইউপি সদস্য নান্নু মিয়া। এসময় বিদ্যালয়ের সকল অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।