মেঘনার মানিকার চর বাজারের পশ্চিমে রেজিস্টারি অফিসের পাশে আজ এই ফাস্টফুড সপের উদ্বোধন হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মানিকার চর ইউনিয়ন চেয়ারম্যান জনাব হারুনুর রশীদ ও মেঘনা উপজেলার শ্রমিকলীগ নেতা মাজেদুল ইসলাম টুটুল, যুবলীগ নেতা মোঃ রফিক, মুক্তার ডালিম, মেঘনা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম,মনির মাস্টার, শহীদুজ্জামান রনী, জিলানি, প্রমুখ।
চাটাম ঘর ফাষ্টফুড
প্রোপাইটারঃ মোহাম্মদ কাজল
স্থানঃ উঃ বাউশিয়া (রেজিস্ট্রি অফিসের মোড়),মেঘনা, কুমিল্লা।
মোবাঃ০১৭৭৫১৫৬৮৭১