খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজন নিখোঁজ

Uncategories

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজনদের একজন কাহতানি নিখোঁজ রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তিনি রাজপ্রাসাদের একজন শীর্ষ উপদেষ্টা ছিলেন। খবর আল-জাজিরার।

সূত্র জানিয়েছে, খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ সন্দেহভাজনের বিচার হচ্ছে গোপনে। কিন্তু আদালতে কাহতানিকে দেখা যাচ্ছে না।

সৌদি প্রসিকিউটর জানিয়েছিলেন, গোয়েন্দা বিভাগের উপ-প্রধান আহমেদ আল আসিরি সাংবাদিক হত্যার বিষয়টি দেখভাল করেছেন। আর তাকে নির্দেশনা দিয়েছিলেন সৌদ-আল কাহতানি।

সূত্র জানিয়েছে, আসিরিকে আদালতে পাঁচটি শুনানিতে দেখা গেলেও কাহতানিকে দেখা যায়নি। প্রশ্ন উঠেছে, কাহতানিকে কী বাঁচানোর চেষ্টা করা হচ্ছে না কী তার ক্ষেত্রে অন্য কিছু ঘটেছে?

গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক খাশোগি।

খাশোগি হত্যায় শীর্ষ সন্দেহভাজন নিখোঁজ

ইত্তেফাক/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *