লিটন সরকার বাদল,
১ নভেম্বর ১৯, শুক্রবার দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (সূত্রধর পাড়া) উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক দাউদকান্দি উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোসাম্মাৎ পারুল আক্তার,দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বাসুদেব ঘোষ। উত্তর সতানন্দী রাস কমিটির সভাপতি, বাবু শংকর চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উত্তর সতানন্দী শ্মশান কমিটির সভাপতি বাবু নীলকমল দাস, বাবু দীনেশ সূত্রধর, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল চন্দ্র সরকার, বাবু শংকর সাহা, কুমিল্লা ডট টিভির সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাবেক কমিশনার ইয়াসমিন বেগমসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী শিউলি আক্তার, তাসলিমা আক্তার,সুরেশ চন্দ্র সূত্রধর, সমাজসেবক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ আশ্চর্য।
মন্দির কমিটির সভাপতি, মন্দিরের বিভিন্ন কাজের উন্নয়নের জন্য অতিথিবৃন্দের কাছে সহযোগিতা কামনা করেন।