কুলিয়ারচরে এমপিওভুক্ত হল ৩ শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলাদেশ

শাহীন সুলতানা  ,দৈনিক আজকের মেঘনা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

এ বছর নতুন এমপিওভুক্ত হওয়া ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবনে তিনি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন। নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিশোরগঞ্জ জেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্টানের নাম ঘোষণা করেন। এর মধ্যে কুলিয়ারচর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

কিশোরগঞ্জ জেলার যে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্তি করা হয়েছে তার মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (৬ষ্ঠ- ৮ম) সংখ্যা ১০টি, মাধ্যমিক বিদ্যালয়ের (৬ষ্ঠ -১০ম) সংখ্যা ২০টি, স্কুল এন্ড কলেজের সংখ্যা (৬ষ্ঠ-দ্বাদশ) একটি, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান দাখিল ৪টি, আলিম ৬টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ভোকেশনাল ৩ এবং এইচএসসি (বিএম) ৪টি।

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৩৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক স্তর, ৬ষ্ঠ- ৮ম) রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার ১০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক স্তর, ৬ষ্ঠ- ৮ম) রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩টি, কটিয়াদী উপজেলার একটি, তাড়াইল উপজেলার ৩টি এবং কুলিয়ারচর উপজেলার ৩টি।
এসব বিদ্যালয়ের মধ্যে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়, ছয়সূতী ইউনিয়নের লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয় ও জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় নাম রয়েছে।

এমপিওভূক্ত হওয়ায় আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন এবং লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা দাতা সদস্য লায়ন মশিউর আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রণঢালা শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.