সাপাহারে ভ্রাম্যমাণ আদালতে স’মিল মালিকদের জরিমানা

বাংলাদেশ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সড়কের পাশে গাছের গুড়ি রাখার দায়ে স’ মিল মালিকদের ভ্রাম্যমান আদালতে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে সাপাহার -সরাইগাছী সড়কের পাশে অবৈধভাবে কাটা গাছের গুড়ি ও কাঠ ফেলে রাখার জন্য ৯ টি স’মিলের প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে আগামী রোববারের মধ্যে গাছের গুড়ি ও কাঠ সড়ক থেকে ১০ ফিট ভিতরে রাখার জন্য স’মিল মালিকদের নির্দেশ প্রদান করা হয়। এসময় সেখানে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.