প্রকৃত শিক্ষা খুঁজিনা আমি
কেবল ডিগ্রী সনদে,
নর্দমারও ময়লা ভাসে
দেখি বিশাল নদে।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে
করিলে অহংকার,
মানুষ না হলে তা কেবলই
বাদরের গলায় হার।
স্কুল কলেজ ইনভারসিটি
শিক্ষার যত কেন্দ্রস্থল,
এসবে রয়েছে সীমাবদ্ধতা,
না জাগলে বিবেক বল।
লালন নজরুলে নাহি জেনো
কভু প্রাতিষ্ঠানিক শিক্ষা,
শিক্ষিত হতে তাদের হতেও
নিতে হয় মোদের দীক্ষা।
জানিও শিক্ষা সীমাবদ্ধ নয়
কভু কোন প্রতিষ্ঠানে,
প্রকৃত শিক্ষা বিস্মৃতময়
শিখো সদা সব খানে।
প্রকৃত শিক্ষায় সকলে মোরা
একে অপরের ভাই,
প্রকৃত শিক্ষা মনুষ্যত্ব জাগায়
কোন ভেদাভেদ নাই।
প্রকৃত শিক্ষা বিবেক বাণী
জানিও অসীম বিদ্যা,
সুশিক্ষারে সম্মান জানাও
জানাও ভক্তি শ্রদ্ধা।