মেঘনায় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীসহ সাতটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধের ঘোষণা

কুমিল্লা মেঘনা

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীসহ সাতটি প্রতিষ্ঠান সাময়িক বন্ধের ঘোষণা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা রহমান। সারাদেশের ন্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গতকাল বুধবার (১৪ই ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা রহমান উপজেলাস্থ বিভিন্ন এলাকার কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই প্রতিষ্ঠান গুলোকে সাময়িক বন্ধের ঘোষণা করেন। পরিদর্শনকালে যেসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন, মানিকারচর বাজারে অবস্থিত ‘নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর নিজস্ব ফার্মেসী, খিদমাহ ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার, কুতুবিয়া ডেন্টাল ক্লিনিক, মুম ডেন্টাল কেয়ার, মান্ডা মেডিকেল হল’সহ রামপুর বাজারে অবস্থিত ‘রামপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’কে বিভিন্ন অনিয়মসহ লাইসেন্স নবায়ন না থাকায় সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরিদর্শনকালে সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ নাফিসা তাবাসসুম, ভারপ্রাপ্ত সেনিটারি ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিল, স্বাস্থ্য পরিদর্শক সাখাওয়াত হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা রহমান বলেন, এ এলাকার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে পরিদর্শন করা হবে। পরিদর্শনের সময় যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স বা নবায়ন বিহীন পাওয়া যায় তাহলে লাইসেন্স সম্পন্ন না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করা হবে। তিনি আরও বলেন স্বাস্থ্য খাতে দূর্নীতি ও অনিয়ম প্রতিহত করার লক্ষে আমার এ পরিদর্শন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *