স্টাফ রিপোর্টার দৈনিক আজকের মেঘনা
দিনাজপুরের বিরল উপজেলায় ঘোড়া জবাই করে মাংস খাওয়ার ঘটনায় পদক্ষেপ নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘোড়া জবাই এবং মাংস বিক্রির দায়ে দুইজনকে ৬ মাস কারাদণ্ড এবং এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে বিরলের কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও একই গ্রামের আব্দুল কাইয়ুমের নেতৃত্বে প্রায় দুই মাস আগে কেনা একটি ঘোড়া ওই গ্রামে জবাই করা হয়। এরপর নিজেরা ওই ঘোড়ার মাংস নিয়ে বাকি মাংস ২০০ টাকা কেজি দরে বিক্রি করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘোড়া জবাইয়ে নেতৃত্বদানকারী শফিকুল ইসলাম এবং কাঠ ব্যবসায়ী কাইয়ুম আলীকে আটক করা হয়েছে।