Aদলঃ #শেখের গাঁও বনাম চরকাটালিয়া(১৩/০৮/১৯ সাকাল ৮. ০০ সময়) খেলা হয় সেইখানে শেখের গাঁও ০১/০ গোলে জয় পেয়ে ফাইনালে যায়।
Bদলঃ #সাতঘরিয়া কান্দি বনাম লক্ষিপুর(১৩/০৮/১৯ বিকাল ৪.০০ সময়) খেলা হয়ে সাতঘরিয়া কান্দি ০১/০ গোলে জয় পেয়ে ফাইনালে যায়।
ফাইনাল খেল অনুষ্ঠিত হয় ১৪/০৮/১৯ রোজ বুধবার বিকেল ৪.০০ সময়।
#Aদল বিজয় বনাম #Bদল বিজয়।
শেখের গাঁও সাতঘরিয়া কান্দির সাথে ট্রাইবেকারে ০৩/০ গোলে শেখের গাঁও ফাইনালে জয় লাভ করেন।
এ সময় উপস্থিত ছিলেন।
শেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব মোশারফ হোসেন,শিক্ষা ও পরামর্শ বিদ জনাব মাহমুদুল আরিফ জুয়েল,সম্মানিত সভাপতি রবিউল আউয়াল, সিনিয়র সহ সভাপতি রবিউল আউয়াল, সহ সভাপতি স্বপন মাষ্টার,সাংগঠনিক সম্পাদক নাসির হোসাইন, ক্রিয়া সম্পাদক শেখ ফরিদ, সিনিয়র সদস্য নাইম আহম্মেদ, মহিউদ্দিন, মামুন,হারুন সহ আরো অনেকেই।
আয়োজনেঃশেখের গাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম।