পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় শিক্ষক সহ দুই জন নিহত। নিহতরা হল সেরাজুল ইসলাম (৪৫) এবং হামিদুল ইসলাম (৫২)।
শনিবার (২৭ জুলাই) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার নয়নিবুরুজ রেল স্টেশন গেটে এঘটনা ঘটে। নিহত সেরাজুলের বাড়ি সদর উপজেলার মাগুরা ইউনিয়নের তেলি পাড়া গ্রামে। হামিদুল একই ইউনিয়নের পাঁচমাহিনা গ্রামের খামির উদ্দিনের পুত্র এবং বারোপাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সেরাজুল এবং হামিদুল মোটর সাইকেল যোগে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নয়নিবুরুজ রেল স্টেশন এলাকায় লাইন পারাপারের সময় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী ডেমু ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সেরাজুল এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হামিদুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাস আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।