ফিলিপাইনে ডেঙ্গু মহামারীর আকার নিয়েছে। চলতি বছরে দেশটিতে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ এ রোগে আক্রান্ত ও ৪৫৬ জনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইন ইন্টিগ্রেটেডে ডিজিস সার্ভেইলেন্স অ্যান্ড রেসপন্স (পিআইডিএসআর) জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইন ইন্টিগ্রেটেড ডিজিজেস সার্ভিলেন্স এন্ড রেসপন্স (পিআইডিএসআর) এর তথ্যে বলা হয়েছে, গত বছরেও দেশটিতে ডেঙ্গু দেখা গিয়েছিল। তবে এ বছর গোটা ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৫৬৪ জন। ২০১৮ সালের তুলনায় যা ৮৫ শতাংশ বেশি।
শিশু ও কিশোররা সবচেয়ে বেশি প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হচ্ছে। মোট ডেঙ্গু রোগীর ৩৯ শতাংশের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক সতর্কবার্তায় ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা দিতে সার্বক্ষণিক কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে আঞ্চলিক কার্যালয়গুলোকে।