মেঘনা উপজেলার চার (৪) জন মেয়ের পুলিশের চাকুরী হলো।
খরচ হলো জন প্রতি ১০৩ টাকা
মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১০৩ টাকায় পুলিশের চাকুরী বাস্তবায়নের লক্ষ্যে এবং পুলিশ সুপার কুমিল্লা মহোদয় সৈয়দ নূরুল ইসলাম (বিপিএম বার পিপিএম )স্যার এর সরাসরি তত্ত্বাবধানে এবং মেঘনা থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ সাহেব তার থানার যে চার জন মেয়ের চাকুরী হয়েছে তাদের পারিবারিক সকল পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পূর্ন স্বচ্ছ ও বিনা পারিস্শ্রমিক এর মাধ্যমে রিপোর্ট দেওয়ার জন্য মেঘনা থানার এস আই সালামত সাহেব কে দায়িত্ব দেন এবং সুন্দর ভাবে দায়িত্ব পালন করেন ।
যারা বিনা টাকায় চাকুরী পেল ১/ জান্নাতুল ফেরদাউস সুমাইয়া পিতা: মো: ইব্রাহিম হোসেন মাতা: সালমা আক্তার গ্রাম: সোনার চর ২/মানসুরা আক্তার পিতা হক মিয়া নাজমা আক্তার গ্রাম: বড় কান্দা ৩/ তাসলিমা আক্তার পিতা: কুদ্দুস মিয়া মাতা:পারভীন বেগম গ্রাম: শিবনগর ৪/ হামিদা পিতা জহর মিয়া মাতা সামছুন্নাহার গ্রাম: মুগার চর, মেঘনা,কুমিল্লা।