আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষের আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। তিনি বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।
আগামীকাল রবিবার (২১ জুলাই) মিন্নির পক্ষে আদালতে জামিন আবেদন করবেন তিনি।
অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, আমি মিন্নির পক্ষে আইনি লড়াই লড়বো। প্রতিটি মানুষের আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামকে মিন্নির পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত করেন।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমার মেয়েকে আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাডভোকেট আসলামকে নিয়োগ করেছি। আল্লাহ সহায় থাকলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ওকালত নামায় মিন্নি স্বাক্ষর করেছেন। আগামীকাল রবিবার তার জামিন আবেদনের জন্য আদালতের বিচারকের কাছে আবেদন করা হবে।
কোনও প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, মিন্নির পক্ষে আইনি লড়াই লড়বো এর জন্য আমার কোনও প্রতিবন্ধকতা নেই।
এ সময় তিনি বলেন, বরগুনা জেলা আইনজীবী সমিতির যে সদস্যরা মিন্নিকে নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছেন তাদের বিষয়ে আমরা আমাদের সভায় কথা বলবো।