দৈনিক আজকের ডট কম স্টাফ রিপোর্টার বিল্লাল মোল্লা,এ যেন বর্বরতাকেও হার মানিয়ে দিলো। গাছের উপর মাথা নিচু করে টানিয়ে পায়খানার রাস্তায় গরম ডিম ঢুকিয়ে মারাত্মকভাবে আহত করে মৃত ভেবে ফেলে রেখে যায় পাথালিয়া কান্দির আবুল কাশেমের ছেলে একাধিক সন্ত্রাসী, চাদাবাজি, শিশু ধর্ষন ও নারী নির্যাতন মামলার আসামী মোঃ সাখাওয়াত তার ভাই সৈকত। আপন দুই ভাই তাদের সাথে থাকা সন্ত্রাসী বাহিনীকে নিয়ে এই নির্যাতন চালায়৷ পাথালিয়াকান্দি নিজ গ্রামের বাড়ি থেকে ডেকে সকালে আল আমিন (৩৩) পিতা বকুল মিয়া (৬০) নামে এক নিরীহ ছেলেকে পুর্বশত্রুতার জের ধরে প্রথমে বাসা থেকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়৷ এক ঘন্টা তাকে ছলচাতুরী করে সাথে ঘুরিয়ে হঠাৎ চোখ বেধে নির্জন জায়গায় নিয়ে উপরের দিকে পা নিচে মাথা দিয়ে বেধে পায়খানার রাস্তায় গরম ডিম ঢুকিয়ে দেয় সাথে সাথে ভিকটিম দিনমজুর আলআমিন চিৎকার করে অজ্ঞান হয়ে পরে৷ দীর্ঘক্ষন পরে জ্ঞ্যান ফিরে কান্নার আওয়াজ পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠায়। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।