মেঘনায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মেঘনা উপজেলা

 

কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ আনলেন মেম্বাররা।

ইউনিয়নের ১০ জন মেম্বারের মধ্যে ৯ জনের স্বাক্ষরিত অভিযোগপত্রটি গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কমকর্তা বরাবর জমা দেন।

এসব অভিযোগের মধ্যে রয়েছে- মাসিক সভা না করা, প্রকল্পের কাজ বণ্টন না করে একজন মেম্বারকে দেয়া, এলজি এসপি-৩ প্রকল্পে অনিয়ম, বিজিএফ কার্ড লুটপাট, চল্লিশ দিনের কর্মসূচিতে শতকরা ১৫ টাকা ঘুষ দাবি।

এ ব্যাপারে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.