সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় এক ভ্যানচালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে ধানদিয়া ইউনিয়নের শার্শা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ভ্যান চালকের নাম মো. শাহিন হোসেন (১৪)
স্থানীয়রা জানিয়েছে, ছেলেটির কাছে থাকা ব্যাটারিচালিত নতুন ভ্যান ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনায় নিয়ে যায়। শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পথে রওনা হয়েছেন তার স্বজনরা।
তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. শাহিন হোসেনের মৃত্যুর কথা বলা হচ্ছে। যদিও তা সঠিক নয় বলে দাবি করছেন তার স্বজনরা।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম বলেন, আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।