দৈনিক আজকের মেঘনা ষ্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
২৯ মে ১৯ ইং, দাউদকান্দি উপজেলার গোয়ালমারী চৌধুরীর বাড়ীর সামনে থেকে ১ ছিনতাইকারীকে দেশীয় তৈরী ছোঁরাসহ গ্রেফতার করে পুলিশ।
দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে, এসআই এইচএম শহিদ বিশ্বাস সঙ্গীয় ফোর্সনিয়ে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি থানাধীন বলদাখাল-শ্রীরায়েরচর রোডের গোমালমারী চৌধুরী বাড়ীর মোড় রাস্তার নামকস্হানে ছিনতাই করার উদ্দেশ্যে অবস্থানরত পেশাদার ডাকাত ও ছিনতাইকারীকে ০১টি দেশীয় তৈরী ধারালো ছোঁরা সহ মোঃ জালাল কে গ্রেফতার করে।
গ্রেফতার কৃতহলো, মোঃ জালাল (২২), পিতা মোঃ ইয়াকুব আলী, গ্রাম বলদাখাল, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় নং-৬১, তাং-২৯/০৫/১৯, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(চ) মামলা দায়ের করা হয় । মামলা দায়েরের পর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।