কুমিল্লার মেঘনা উপজেলার রামপুর বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজন খুচরা ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইনে সাড়ে তিন হাজার টাকা করে মোট ১০,৫০০ টাকা জরিমানা করা হয়।
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এটি ছিল প্রশাসনের প্রথম পদক্ষেপ। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা জানিয়েছেন, এই অভিযান পুরো উপজেলাজুড়ে অব্যাহত থাকবে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান চালানো হবে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা বলেন, “পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে আমাদের এ উদ্যোগ। এটি শুধু আইন প্রয়োগের বিষয় নয়, বরং জনসচেতনতা তৈরিও একটি বড় লক্ষ্য। পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা সবাই মিলে যদি সচেতন হই, তাহলে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে এমন নিয়মিত অভিযান পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। এটি মাটির উর্বরতা নষ্ট করে, জলাবদ্ধতা বাড়ায় এবং স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। এ বিষয়ে প্রশাসনের কড়াকড়ি ও সচেতনতা কার্যক্রম পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।