মেঘনায় এক মাদকসেবীকে জরিমানা সহ তিন মাসের কারাদন্ড।

কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মেঘনা

মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় মোবাইল কোর্টের মাধ্যমে একজন মাদক সেবীকে তিন  মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়। ৮ আগষ্ট মঙ্গলবার রাত আনুমানিক এক ঘটিকায় টিম মেঘনার অভিযানে মেঘনা থানাধীন শিকিরগাঁও গ্রামের মৃত রফিক মিয়া ছেলে আকাব্বর নামে এক মাদক সেবীকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। জানাযায় আকাব্বরকে গাঁজা সেবনরত অবস্থায় তাহার কাছে এক পুড়িয়া গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ী হইতে গ্রেফতার করিয়া উপজেলা নির্বাহী অফিসার এর কাছে নিয়ে গেলে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১) এর গ লঙ্গন এবং ৩৬ এর ১৬ নং ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন এর সাথে কথা বললে জানান, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে মেঘনা থানাকে অপরাধ মুক্ত করার প্রত্যয়ে মেঘনাকে অপরাধমুক্ত রাখতে টিম মেঘনার ধারাবাহিক অভিযানে আকাব্বরকে গ্রেফতার করা হয়, আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *