দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল, ২০ মে ১৯ ইং,
কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারা দঃক্ষিণ বাজার প্রল্লিবিদ্যুৎ অফিস সংলগ্ন জসিমের ব্যাটারি ও টায়ার দোকানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন লেগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আশ পাশে ৭/৮ দোকানে ছরিয়ে পরে,এ সময় লোকজন লাকসাম ফায়ার সার্ভিস খবর দেয় ।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় লোকজনের চেষ্টায় ২/৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এতে অানুমানিক ৮০/৯০ লাক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করেছেন ক্ষতিগ্রস্তরা । সোমবার ভোর রাত ২টা ৪৫মিনিট সময় এ ঘটনা ঘটে ।
জানা যায় বাগমারা বাজারের মোঃ জসিমের ব্যাটারি দোকানে অটোরিকশার একটি ব্যাটারি চার্জে দেওয়া ছিল। ব্যাটারি বিস্ফোরিত হয়ে দোকানে আগুন ধরে যায়, এসময় জসিমের দোকানসহ পাশের ৭/৮ টা দোকান সম্পূর্ণ পুৃড়ে ছাই হয়ে যায় । এতে প্রায় ৮০/৯০লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা জানান,রাত ৩ টার দিকে অ্গুনের খবর শুনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রনে অানতে সক্ষম হই,অাগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে পরে জানানো হবে।