মোঃ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় নদীতে চাঁদা আদায় কালে চাঁদার নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদসহ তিন জনকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ। ২৩ জানুয়ারি দুপুর ১৩.০০ ঘটিকায় মেঘনা নদীতে চলাচল মালবাহী ট্রলার থেকে চাঁদা আদায় কালে হাতেনাতে গ্রেফতার এবং তাহাদের নিকট হইতে চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার নগদ ৪৩০০/-টাকা উদ্ধার করা হয়। আসামীরা হলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার রাধানগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মাইনুদ্দিন (৪৫), মোহাম্মদ আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (২২), আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (৩৭)। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ বিল্লাল হোসেন বলেন উক্ত আসামীগণসহ অজ্ঞাত আরো কয়েকজন দীর্ঘ দিন যাবৎ মেঘনা নদীতে চলাচলরত নৌকা, স্টীমার এবং ইট-বালু বহনকারী বলগেট হইতে বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান, বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, হোমনা-মেঘনা সার্কেল, জনাব মীর মুহসীন মাসুদ রানার নেতৃত্বে আমি সহ সঙ্গীয় এসআই/মোঃ হাক্কানী বিল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেঘনা থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।