সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ September 28, 2021Mahdi HasanLeave a Comment on সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্বে সাপাহার উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সভায় টিকাদান কর্মসূচি আইন শৃংঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাশ ও নাশকতা, ইনোভেশন, যৌতুক ও বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক আলোচনা বিভিন্ন দপ্তরের দাপ্তরিক যাবতীয় আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, মৎস্য অফিসার রোজিনা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা রানু, ইউপি চেয়ারম্যান গন, সকল দপ্তরের কর্মকর্তা গন, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী রানা, বিজিবি সদস্যসহ সভার সদস্য গন উপস্থিত ছিলেন।