নওগাঁর সাপাহারে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ।
রোববার বেলা ১২ টার দিকে সাপাহার থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় ব্যতিক্রমী ভাবে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিহীনদের লাইনে দাঁড় করিয়ে “আমরা মাস্ক পরবো, অন্যদের মাস্ক পরতে উৎসাহিত করবো” এই শপথ বাখ্য পাঠ করানো হয় এবং তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় সাপাহার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার, থানা পুলিশের অন্যান্য এসআই, এএসআই, সদস্য সহ রোবার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে কার্যকরী ভূমিকা পালন করে মাস্ক। একারনে মানুষের মাঝে মাস্কের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।