সোনারগাঁও থানা এলাকা থেকে পাঁচ রোড ডাকাত গ্রেফতার
দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
১৬ মে ১৯ ইং, গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার দড়িকান্দি সংলগ্ন এলাকা থেকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে মিনহাজ গ্রুপের বাগানের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত ০১। রুবেল(২৪), পিতা-মোতালেব, সাং মাহমুদনগর, ০২। মোঃ রতন(২৬), পিতা-সিরাজুল, সাং বেপারীপাড়া, ০৩। তুহিন(২১), পিতা- মিজানুর রহমান, সাং মদনগঞ্জ, উভয় থানা-বন্দর, এবং ডাকাত ০৪। স্বাধীন (২৪), পিতা- জসিম শিকদার, সাং বাড়ী মজলিশ, ০৫। নাসির উদ্দিন নাসু(৪৭), পিতা – হাফিজ উদ্দিন, সাং সাহাপুর, উভয় থানা- সোনারগাঁও জেলা-নারানগঞ্জ কে মোগড়াপাড়া এলাকা হইতে গ্রেফতার করে। এই বিষয়ে সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়।