গোপালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া
ঘরের চলমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য়
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা
প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ উসমান গনি, গোপালগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিলন সাহা, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুরাদুল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী শনিবার (২৩ জনুয়ারি) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের সকল উপজেলায় প্রায় ৬৬,১৮৯টি গৃহহীন পরিবারকে মুজিববর্ষ উপলক্ষে ঘর উপহার দিবেন। যা বিশ্বে একটি
নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনায় রূপান্তরিত হতে চলেছে। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বেই
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সহ এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন সম্ভব
হয়েছে। গোপালগঞ্জে এ কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলা সহ ৫
উপজেলায় সদ্য নির্মিত ৭৮৭টি ঘর ৭৮৭টি গৃহহীন পরিবারের মাঝে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র দিক নির্দেশনা
প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাগণের সার্বিক তত্ত্বাবধানে এই ঘরের নির্মাণ কাজ
ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী শনিবার মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের
মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন বলে জানা গেছে।