মনোনয়ন পত্র জমা দিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাক সরকার

দাউদকান্দি উপজেলা

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের জনগণের মনোননীত কাউন্সিলর প্রার্থী মোস্তাক সরকার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খানের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

৪ ওয়ার্ডের সকলের পছন্দের তালিকায় বিশেষ করে তরুণ ভোটারদের পছন্দের তালিকায় মোস্তাক সরকারের জনপ্রিয়তা অনেক বেশী। এবারের নির্বাচনে তিনি যদি দ্বিতীয় বারের মতো বিজয়ী হতে পারেন তাহলে বিশেষ করে ৪ নম্বর ওয়ার্ড মাদক মুক্ত করাই তার একমাত্র লক্ষ্য।

করোনাকালীন সময়ে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনসেবা পৌঁছে দিয়েছেন।সে কারণে তাকে অনেকেই মানবতাবাদী কাউন্সিলর বলে থাকেন।

এ ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অবহেলিত মানুষের পাশে আজ থেকে সহযোগিতার হাত বাড়াবেন বলেও প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.