২২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে দাউদকান্দি পৌরসভার ৪,৫ ও নং ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) প্রার্থী মোসা. হাসিনা আক্তারের অর্থায়নে ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. সুমনের নির্দেশে পৌর সদরের যারিফ আলী শিশুপার্কের রাসেল স্কয়ারের সামনে শীতার্ত অসহায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
হাসিনা আক্তার বলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী অব. স্যারের নির্দেশে দাউদকান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল বিতরণ করেছি। ” আমি অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই। অবেহিলত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকতে চাই আমৃত্যু। আপনারা সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। জনকল্যাণে কাজ করে যাওয়াই আমার মূল উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌরসভার প্যানেল মেয়র ও জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকিব, সমাজ সেবক ও ব্যাবসায়ী মো.আসাদুজ্জামান রকেট,মো. জাকির হোসাইন ও সমাজ কর্মী মো. মোহন মিয়া প্রমুখ।