শীতের সাথে পাল্লা দিয়ে করোনার সংক্রমণ আকস্মিক বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাী দেয়া করোনাররোধ সামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটেছেন দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন। তাছাড়াও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি ছুটে যাচ্ছেন পৌরসভার অলি-গলি ও মেঠোপথে। তিনি মনে করেন করোনারোধের একমাত্র প্রধান উপায় হলো জনসচেতনতা। এর পাশাপাশি তিনি অসহায় ও সাধারণ মানুষেরকে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছেন।
শীতকালীন সময়ে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিবে এমন পূর্বাভাস ছিলো আগেই।ঝেঁকে বসা শীতের সাথে আরো প্রকট আকারে রুপ নিতে পারে করোনা ভাইরাস।মেয়র সেইন জানান,” আমি পৌরসভার সসবগুলো ওয়ার্ডে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানবে মনে করে আগ থেকেই সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছি।পৌরসভার সাধারণ জনগণ এখন অনেক সচেতন। আমরা করোনারোধে সফল হবো -ইনশাল্লাহ। ” এসময় উপস্থিত ছিলেন, এলাকার রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ।